প্রথম বারের মতো শীর্ষে মেসি, নেইমার-রোনালদো কোথায়?

বিশ্বের ১০০ জন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অ্যাথলিটের ফোর্বসের তালিকায় শীর্ষে উঠে এলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো এই শীর্ষে উঠলেন মেসি। গত বছর ছিলেন দ্বিতীয় স্থানে। মেসির পরের স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনে নেইমার। মেসির বাৎসরিক আয় ১২ কোটি।

৭০ লক্ষ ডলার। রোনালদোর ১০ কোটি ৯০ লক্ষ ডলার। ফোর্বসের তালিকায় শীর্ষে ওঠার সুখবর থাকলেও, দেশের হয়ে ট্রফি না পাওয়ার আক্ষেপ ঝরে পড়ল আরও একবার।

নেইমারের (‌চোটের কারণে ছিটকে গেছেন)‌ অনুপস্থিতিতে কোপাতে মেসির ট্রফি পাওয়া নিয়ে জোর চর্চা। মেসি বলছেন, ‘‌চাই দেশের হয়ে ট্রফি জিতে শেষ করতে। সব সময়ই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি, আগামী দিনেও করব। আমার ছেলে আমাকে দেশের জার্সিতে দেখতে খুব পছন্দ করে।’‌

কোপা শুরুর আগে আর্জেন্টিনার ডি’‌মারিয়ার মুখে মেসির প্রশংসা। ডি’‌মারিয়া জানিয়েছেন, মেসির জন্যই তিনি বার্সিলোনাতে সই করতে পারেন। ‘ওর সঙ্গে খেলতে ভালবাসি। অনুশীলনে ওর কেরামতি দেখতে পছন্দ করি’‌, বলেন ডি মারিয়া।‌

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর