আজকের শেয়ারবাজার: ঢাকা স্টক এক্সচেঞ্জ

বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৪টি কোম্পানির ২০ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৫২৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার ফলে মোট লেনদেনের পরিমাণ ৭৮৬ কোটি ১ লক্ষ ৮১ হাজার ৭৮০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.৮৭ পয়েন্ট বেড়ে ৫৫০৮.৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে ২১০১.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট বেড়ে ১২৪৫.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:

বেক্সিমকো লিঃ,
রবি আজিয়াটা,
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ,
বেক্সিমকো ফার্মা,
লংকবাংলা ফাইন্যান্স,
মীর আখতার হোসেন,
সামিট পাওয়ার,
এনার্জিপ্যাক পাওয়ার,
স্কয়ার ফার্মা ও বিডি ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:

তৌফিকা ফুডস,
গোল্ডেন সন,
শাইনপুকুর সিরামিক,
বেক্সিমকো লিঃ,
রবি আজিয়াটা,
অগ্নী সিস্টেম,
এমবিএল ফার্স্ট মিঃ ফাঃ,
এলআর গ্লোবাল মিঃ ফাঃ ওয়ান,
বেক্সিমকো ফার্মা ও প্রাইম ইন্সুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ,
ইস্টার্ন ইন্সুরেন্স,
বিডি ল্যাম্পস,
জিএসপি ফাইন্যান্স,
অলটেক্স ইন্ডাস্ট্রিজ,
ইউনিয়ন ক্যাপিটাল,
ইউনাইটেড ফাইন্যান্স,
পেনিনসুলা চিটাগং,
নাভানা সিএনজি ও জিবিবি পাওয়ার।

ডিএসই’র বাজার মূলধন:- ৪৭০৯২৩৭০১৯৬৩১.০০

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর