দ্বিতীয় দিনে টিকা গ্রহণে ৯২ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

দেশে করোনা টিকা প্রদানের দ্বিতীয় দিনে টিকা প্রদান করা হয়েছে আরো ৪৬ হাজার ৫০৯ জনের মধ্যে। মোট টিকা গ্রহণের ৩৫ হাজার ৮৪৩ জন পরুষ। বাকী ১০ হাজার ৬৬৬ জন নারী। সর্ব সাকূল্যে টিকা গ্রঞণ করেছেন ৭৭ হাজার ৬৬৯ জন। এর মধ্যে দ্বিতীয় দিনে ৯২ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তেকে এমন তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ঢাকা মহনগরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৬টি টিকা কেন্দ্র হতে রোববার ৭ হাজার ১৭৮ জন টিকা গ্রহণ করেছে। এর মধ্যে পুরুষ সংখ্যা ৫ হাজার ২০১ জন। নারী এক হাজার ৯৭৭ জন। আর টিকা প্রদানের দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয় এ দিন ২৬ জনকে টিকা দেওয়া হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর