জানুয়ারিতে প্রবাসিরা পাঠিয়েছেন সাড়ে ১৬ হাজার কোটি টাকারও বেশি

প্রবাস থেকে কর্মীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরু মাস জানুয়ারিতেও তারা দেশে পাঠিয়েছেন ১৯৬ কোটি ডলার বৈদেশিক মুদ্রা। যা গত বছরের জানুয়ারি মাসের চেয়ে ২০ শতাংশ বেশি।

বাংলাদেশি মুদ্রা হিসেবে এই অর্থের অংক দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ টাকা। এর আগের বছর জানুয়ারি মাসে এই অংক ছিল ১৬৩ কোটি ৮৪ লাখ ডলার। সোমবার (১ ফেব্রুয়ারি) সারাদিন শেষে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯১ কোটি ডলারে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্যানুসারে জানা যায়, চলমান অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৪.৯০ বিলিয়ন ডলার। যা শতাংশ হিসাবে আগের অর্থ বছরের চেয়ে বেশী ৩৪.৯৫ ভাগ।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানায়, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসেই রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ৩৫ শতাংশ। সরকার রেমিট্যান্স খাতে প্রণোদনা দেওয়ার পর থেকেই এর গ্রাফ ক্রমেই উর্ধ্বমূখী হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর