আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাশেদুল হক, শেরপুর(বগুড়া) প্রতিনিধি: আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা শাখার আয়োজনে ১০ জুন সোমবার বিকেলে বগুড়া টিএমএসএস মহিলা মার্কেটের মিলনায়তনী চাঁদনীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি এস এম সুলতান মাহমুদ প্রিন্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের উপ পুলিশ কমিশনার হামিদুল আলম মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আক্তার, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান সালেকুজ্জামান সালেক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম আমিনুল মোমিন।

আরো উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তাান বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার মেরাজ, আহসান কবির জিতু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, সজিব উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক রাশেদুল হক, শ্রম ও জনশক্তি সম্পাদক শাহিন আলম নয়ন, শহর শাখার সভাপতি হুসাইন বিন মিল্লাত চ ল, সাধারণ সম্পাদক সানাউর রহমান, আজিজুল হক কলেজ শাখার সভাপতি সৌখিনুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম, ফেরদৌস সরকার মুকুল সহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা বিরোধীদের সকল চক্রান্ত নস্যাৎ করে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই তাই আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে করতে হবে এবং আওয়ামীলীগ সরকার কে বার বার ক্ষমতায় আনতে হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর