মোটরসাইকেল নিবন্ধন ফি কমল অর্ধেক

মোটরসাইকেল নিবন্ধনের ফি কমানো হয়েছে অর্ধেক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মোটরসাইকেলের নিবন্ধন ফি কমাতে দেওয়া প্রস্তাবের অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। যার ফলে গ্রাহকদের নিবন্ধন ফি এখন অর্ধেকে দাঁড়াল।

নতুন নির্ধারিত নিয়মে ১০০ সিসি বা তারও কম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেলের নিবন্ধনের জন্য ফি দিতে হবে ২ হাজার টাকা। আগে যা ছিল ৪ হাজার ২০০ টাকা।

১০০ সিসি বা তার বেশি ক্ষমতার ইঞ্জিনের মোটরসাইকেলের নিবন্ধন ফি ধরা হয়েছে ৩ হাজার টাকা। আগে এই ফি ছিল ৫ হাজার ৬০০ টাকা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানা যায়, ২০২০ সালের ১৬ আগস্ট ‘বাংলাদেশ জাপান যৌথ সরকারি বেসরকারি অর্থনৈতিক সংলাপ’ শীর্ষক বৈঠকে মোটরসাইকেলের নিবন্ধন ফি বাজার মূল্যের ১০ শতাংশের মধ্যে নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব।

এই বৈঠকের আগে জাপানের রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সাথে এক বৈঠকে বসে মোটরসাইকেল নিবন্ধন ফি কমানোর প্রস্তাব দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর