আগেভাগেই তিন হল থেকে আয় সাড়ে ১১ লাখ

সিনেপর্দায় সুপারস্টার শাকিব খানের গৎবাঁধা উপস্থাপনে অনেকেই বিরক্ত হয়ে গেলেও ‘শিকারি’ ছবির মধ্য দিয়ে আবিষ্কার হয় নতুন এক শাকিবের। এরপর প্রায় প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছেন এ তারকা।

র্বর্তমানে মালেক আফসারির পরিচালনায় ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এ সুপারস্টার। এই ছবির মাধ্যমেই দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন ইকবাল।

শাকিবের ছবির আগ্রহ বিবেচনা করে হল মালিকরাও মুখিয়ে থাকেন শাকিবের সিনেমার জন্য। বিশেষ করে ঈদের বাজারে সবাই চান শাকিবের ছবি চালাতে। তা নিয়ে চলে প্রতিযোগিতা।

সে ধারাবাহিকতায় আসছে ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ নিয়েও আগ্রহী হল মালিকরা। শুটিং শেষ হওয়ার আগেই ছবির তিনটি হল বুকিং নিশ্চিত হয়ে গেল। বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে ১১ লাখ টাকাও হাতে পেয়েছেন প্রযোজক শাকিব খান ও মোহাম্মদ ইকবাল হোসেন।

অগ্রিম বুকিংয়ের টাকা নিচ্ছেন শাকিব
প্রযোজক ইকবাল বলেন, ‘আমরা সবেমাত্র শুটিং শুরু করেছি। কিন্তু এরই মধ্যে হল মালিকরা তাদের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের জন্য যোগাযোগ শুরু করে দিয়েছেন। সব থেকে বেশি রেটে তিনটি হলে বুকিং হয়ে গেছে। হলগুলো হচ্ছে ময়মনসিংহের ছায়াবানী, সিরাজগঞ্জের চালার নিউ রজনীগন্ধা ও শেরপুরের রূপকথা। আরও বেশ কয়েকটি হলে কথাবার্তা চলছে।’

তিনি জানান, এর মধ্যে ছায়াবানী সিনেমা হলে বুকিং হয়েছে পাঁচ লাখ এক হাজার টাকায়। নিউ রজনীগন্ধায় চার চার লাখ এবং রূপকথা দুই লাখ ৫০ হাজার টাকাতে বুকিং হয়েছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। এর আগেও শাকিব খান ও বুবলী জুটি বেঁধে অনেক ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো দর্শক মনে দারুণ সাড়া ফেলেছিল। পরিচালকের প্রত্যাশা এই ছবিটিও ব্যবসা সফল হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর