১৫০ ফুট গভীর নলকূপ থেকে ১০৯ ঘণ্টা পর শিশু উদ্ধার!

ডেস্ক রিপোর্ট: গত ৬ জুন, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলতে খেলতে অব্যবহৃত ওই ১৫০ ফুট গভীর নলকূপের ভেতরে পড়ে যায় ফতেবীর। শিশুটির বাড়ি সাংগুর জেলার ভগবানপুরা গ্রামেই। শিশুটির মায়ের দাবি, ওই গভীর নলকূপটি কাপড় দিয়ে ঢাকা ছিল। দীর্ঘদিন যাবৎ ওই নলকূপটি ব্যবহার করা হতো না।

মঙ্গলবার সকাল ৫টা ১২ মিনিটে সাংগুর নামক স্থানে পুলিশ, স্থানীয় বাসিন্দার সহায়তায় সহায়তায় নলকূপটি থেকে শিশু ফতেবীরকে উদ্ধার করে এনডিআরএফ (জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া ফোর্স)

সাংগুর জেলার সহকারী পুলিশ কমিশনার ঘনশ্যাম থোরি জানিয়েছেন, অনেক চেষ্টার পর নলকূপটি থেকে উদ্ধার করা হয় ফতেবীরকে। আর তারপরই তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত সোমবারই ফতেবীর দুই থেকে তিনে পা দিয়েছে। শিশুটির জন্মদিনটি কেটেছে ১৫০ ফুট গভীর ওই গর্তের ভেতরেই। এই সময়ে তাকে কোনও খাবার বা পানি সরবরাহ করতে পারেনি উদ্ধারকারীরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর