গাংনী সীমান্ত থেকে ফেনসিডিল ও মদ উদ্ধার

মেহেরপুরের গাংনীর সীমান্ত থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর ভৈরব নদীর পাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, ধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাথুলী বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার মোঃ ফজলার রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর ভৈরব নদীর পাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০(পঞ্চাশ) বোতল মদ এবং ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৮২,০০০/- (বিরাশি হাজার) টাকা।

মাসুদ রানা/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর