অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা নিরাপদ ও ঝুকিমুক্ত : সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার ভ্যাকসিনকে নিরাপদ মন্তব্য করে দেশের মানুষকে নির্ভয়ে টিকা নিতে আহ্বান জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ১১ ঘটিকার দিকে টিকাদান কার্যক্রম বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ’র স্বাস্থ্যকর্মীরা চারটি রেজিস্ট্রেশন পয়েন্ট ও চারটি ভ্যাকসিন পয়েন্টের মাধ্যমে , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকা গ্রহণ করেন।

ফ্লোরা আরো বলেন, ভারতের টিকা নিরাপদ, এবং সেই নিরাপদ টিকাই আমরা দেশে এনেছি। এ সময় বিশ্বে এ যাবত যত করেনা টিকা তৈরী হয়েছে,
সেগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সবচেয়ে নিরাপদ ও ঝুকিমুক্ত বলেও মন্তব্য করেন তিনি।

বার্তাবাজার/এস.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর