লক্ষ্মীপুরে ৩টি প্রকল্পের কাজের উদ্বোধন করলেন যোগাযোগ মন্ত্রী

লক্ষ্মীপুরে ৫শ ১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গন মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি।

লক্ষ্মীপুর-ভোলা বরিশাল মহাসড়ক, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক ও লক্ষ্মীপুর চর আলেকজান্ডার-সোনাপুর মাইজদি সড়ক। একই সাথে জেলার তেরবেকি সেতু, মান্দারী সেতু, দিঘলী সেতু ও মন্ডল সেতুসহ ৪টি সেতুর নির্মাণ কাজও উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সাবেক বিমান পরিবহন মন্ত্রী শাহজাহান কামাল এমপি, জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, নোয়াখালী জোনের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রহিম জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধরণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, উপলেজলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও নেতবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর