কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, কারন উদঘাটন করতে পারেনি সংশ্লিষ্টরা

কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। দমকল বাহিনীর এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে, তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান বার্তা বাজারকে জানান, বিকেল ৫টার দিকে হাসপাতালের নিচ তলায় একটি পরিত্যাক্ত জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো নিচের তলা ধোয়া ছড়িয়ে পড়ে। এতে উপরের তলায় অবস্থানরত রোগী ও রোগীর স্বজনরাসহ হাসপাতালের কর্মীরা অতংকিত হয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত দমকল কর্মীরা এসে উপর তলা থেকে লোকজন নিচে নামিয়ে আনে। দমকল কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এঘটনায় কেউ আহত এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন, এখনো পর্যন্ত অগ্নিকান্ডের সঠিক কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে দমকল কর্মীরা আগামীকাল আবার ঘটনাস্থলে এসে অগ্নিকান্ডের কারন উদঘাটনের কথা রয়েছে।

এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে বারবার ফোন করেও কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর