মোস্তাফিজের এরকম অর্জন প্রাপ্য ছিল: মিরাজ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই তারকা মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা পেয়েছেন তারা।

প্রথমবারের মত সেরা পাঁচে উঠে এসেছেন মিরাজ। তিনে চার নম্বর পজিশনে আছেন। অন্যদিকে মোস্তাফিজ আছেন আট নম্বরে। ছোটবেলার বন্ধু মোস্তাফিজের এমন অর্জনে খুশি হয়েছেন মিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজের সেরা দশে থাকাটা সবার জন্যই স্বস্তির খবর। ও বিশ্বমানের বোলার। ওয়ানডে ক্রিকেটে সে আমাদের অনেক জয় এনে দিয়েছে। ওর এরকম অর্জন প্রাপ্য ছিল।

তিনি আরও বলেন, আমরা চাই সে আরও ভালো করুক। বাংলাদেশকে আরও অনেক জয় এনে দিক। মোস্তাফিজ আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে বয়সভিত্তিক দলে একসাথে খেলেছি। ওর সাথে অনেক দুষ্টুমি করি। খুব খুশি লাগছে সেও শীর্ষ দশে আছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর