র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা পেয়ে উচ্ছ্বসিত মিরাজ

দীর্ঘ দশ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। দারুণভাবে ক্রিকেটে ফিরেছে টাইগাররা। ঘরের মাঠে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করেছে তারা।

এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচ খেলে ২.৭০ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেছেন মিরাজ। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন এবার।

আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তিনি। প্রথমবারের মত সেরা পাঁচে জায়গা পেয়েছেন মিরাজ। নিজের সাফল্যের পর র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা পাওয়ায় দারুণ খুশি মিরাজ।

বুধবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তা করতে পারিনি সেরা পাঁচে থাকব। আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই লাগছে।

তিনি আরও বলেন, যখন জানতে পেরেছি, সতীর্থরা সবাই অভিনন্দন জানিয়েছে। তাদের শুভেচ্ছা পেয়ে দারুণ লাগছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর