চসিক নির্বাচন: নৌকা ২১৫৬০ ধানের শীষ ১৯০৮

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। মোট ভোট কেন্দ্র ৭৩৫টি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি কেন্দ্রের ফল অসমর্থিত ভাবে পাওয়া গেছে।

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৫৬০ ভোট। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯০৮ ভোট।

বিক্ষিপ্ত কিছু সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো চসিক নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে ভোটকেন্দ্র দখল নিয়ে চলে বেশ কিছু বিছিন্ন ঘটনা যেমন- গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিংসতা, প্রাণহানি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর,ভোট বর্জনসহ নানা ঘটনা।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ ও নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর