সিংড়ায় উঠান বৈঠকে নারীদের জনস্রোত

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলনবিল অধ্যুসিত একমাত্র সিংড়া পৌরসভার নির্বাচন। প্রচারণার শেষ মূহুর্তে সর্বত্র এখন যেন নৌকার জোয়ার বইছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. জান্নাতুল ফেরদৌস দিন-রাত নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন মহল্লায় উঠান বৈঠক করছেন।

গত ৫দিনে পৌর সভার বিভিন্ন মহল্লায় মহিলা কর্মীদের নিয়ে প্রায় কুড়িটি উঠান বৈঠক করেন। বৈঠক গুলোতে সব বয়সের নারীদের অংশগ্রহণে জনস্রোত পরিনত হচ্ছে। আশ পাশের সর্বত্র শোনা যাচ্ছে সিংড়া পৌরসভার উন্নয়নের মার্কা নৌকার গুঞ্জন। তার প্রচারণায় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের পাশাপাশি এর বিভিন্ন অঙ্গ সংগঠনের তরুণ নেতারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এদিকে সকল দ্বিধাদ্বন্দ্ব ও অভিমান ভেঙে নৌকার প্রচারণায় নেমেছেন মনোনয়ন বঞ্চিতরা।

মেয়র জান্নাতুল ফেরদৌস এসব নির্বাচনী উঠান বৈঠকে বলেন, কোনো দুর্যোগেই ঘরে বসে থাকিনি। করোনায় অসহায় মানুষের জন্য ৪০ লক্ষাধিক টাকা ভিক্ষা করেছি। বানভাসীদের ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র সেবক হিসেবে জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছি। সব সময় ন্যায় প্রতিষ্ঠায় চেষ্টা করেছি।

রবিন খান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর