বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব বার্সেলোনা, সেরা দশে আছে যারা

মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিন মাঠে গড়ায়নি ফুটবল। এর ফলে অধিকাংশ ক্লাবই আর্থিক সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতেও বিশাল অঙ্কের আয় করেছে বার্সেলোনা।

‘দ্য ডিলোইট ফুটবল মানি লিগ’-এর জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ২০টি ক্লাবের মধ্যে শীর্ষে আছে বার্সেলোনা। তালিকায় দুইয়ে আছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

২০১৯-২০ মৌসুমে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা। সব মিলিয়ে অঙ্কটা ৭১৫.১ মিলিয়ন ইউরো। বার্সার চেয়ে অল্প কিছু ব্যবধান রিয়ালের। তারা আয় করেছে ৭১৪.৯ মিলিয়ন ইউরো।

এ তালিকায় তিনে আছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টরা আয় করেছে ৬৩৪.১ মিলিয়ন ইউরো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮০ মিলিয়ন ইউরো আয় করে চারে আছে।

এ তালিকায় পাঁচে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলায় বড় অঙ্কের আয় হয়েছে তাদের। তারা আয় করেছে ৫৫৮ মিলিয়ন ইউরো।

শীর্ষ দশে থাকা বাকি দলগুলো হল- ম্যানচেস্টার সিটি (৫৪৯.২ মিলিয়ন ইউরো), পিএসজি (৫৪০.৬), চেলসি (৪৬৯.৭ মিলিয়ন ইউরো), টটেনহ্যাম (৪৪৫.৭ মিলিয়ন ইউরো) এবং জুভেন্টাস (৩৯৭.৯ মিলিয়ন ইউরো)।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর