আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ

আগামীকাল বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ‌এদিকে এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ সেমি ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে বাংলাদেশকে। আর যদি সেটি না হয় তাহলে সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দাপট দেখাবে বৃষ্টি। তার কিছুটা নমুনা দেখা গেছে ম্যাচের আগেরদিন সোমবার ভেন্যুতে পা রাখতেই। মেঘাচ্ছন্ন আকাশ আর ঠাণ্ডা বাতাসের মাঝেই অনুশীলন করেছে বাংলাদেশ। দুপুরে শ্রীলঙ্কা দল অনুশীলনে নামার পর শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। মঙ্গলবার ম্যাচের দিন বৃষ্টি নামার সম্ভাবনা আরও বেশি, ৯০ শতাংশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর