আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ধরাছোঁয়ার বাইরে সাকিব

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটে ফিরেই জ্বলে উঠেছেন সাকিব।

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১১৩ ও বল হাতে ৬ উইকেট শিকার করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের ফলে আইসিস ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে সাকিবের। ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন তিনি।

সাকিব যখন নিষেধাজ্ঞায় ছিল তখন র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে সাকিব ফিরেই শীর্ষস্থান দখল করেন। এবার রেটিং পয়েন্টও বাড়লো তার।

নতুন হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩ থেকে বেড়ে ৪২০ হয়েছে। অন্যদিকে ৩০১ থেকে ২৯৪ এ নেমে গেছে নবীর রেটিং পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ের পরের দুটি পজিশন ইংলিশ অলরাউন্ডারদের দখলে। ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ক্রিস ওকস ও ২৭৬ রেটিং নিয়ে চারে আছেন বেন স্টোকস। পাঁচে আছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার রেটিং পয়েন্ট ২৭১।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর