আইপিএল নিলামের ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। চেন্নাইয়ে আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আইপিএলের ১৩তম আসর সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল।

তবে এবারের আসর দেশের মাটিতেই আয়োজন করবে বিসিসিআই। নিলামে সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি রুপি নিয়ে অংশ নিবে কিংস ইলেভেন পাঞ্জাব। ৩৫.৯০ কোটি রুপি নিয়ে নিলামে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিলামের জন্য রাজস্থান রয়্যালসের কাছে আছে ৩৪.৮৫ কোটি রুপি।

এবারের আইপিএলকে সামনে রেখে কিছুদিন আগেই রেখে দেওয়া ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দলগুলো। যেখানে স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমানদের মতো তারকাদের ছেড়ে দিয়েছে দলগুলো।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর