সাকিবের অবস্থার উন্নতি, ৪৮ ঘণ্টা পর স্ক্যান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বোলিংয়ের কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। আগের চেয়ে কিছুটা ভালো আছেন এই টাইগার অলরাউন্ডার।

তবে আগামী ২৮ জানুয়ারি সাকিবের স্ক্যান করা হবে। এরপর সাকিবের চোটের অবস্থা জানা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাকিবের অবস্থা আগের চেয়ে ভালো। ৪৮ ঘণ্টা পর তার একটি স্ক্যান করানো হবে। এরপরই জানা যাবে সে কি করবে, কি না করবে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৩ ও বল হাতে ৬ উইকেট শিকার করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর