চসিক নির্বাচনঃ স্থগিত ওয়ার্ডের ভোট গ্রহন ২৮ ফেব্রুয়ারী

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর কারনে স্থগিত কাউন্সিলর পদের নির্বাচনী তারিখ ২৮ ফেব্রুয়ারী করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত তথ্য প্রকাশ করা হয়।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, নগরীর ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম গত ১৮ জানুয়ারি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

তাঁর মৃত্যুর পর ৩১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হলেও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ী গত ২০ জানুয়ারি বাতিলকৃত সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের তারিখ ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

তিনি বার্তা বাজারকে আরো জানান, নতুন তফসিল অনুযায়ী ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। তবে ইতোপূর্বে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়ে থাকলে নতুন করে তাকে মনোনয়ন দাখিল করতে হবে না।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর