নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন মেসি

স্প্যানিশ সুপারকাপ ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর এক খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করে দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি।

নিষেধাজ্ঞার কারণে কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে কর্নেয়ার বিপক্ষে ছিলেন না মেসি। এছাড়াও লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচটি মিস করেন মেসি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মেসি।

বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই ম্যাচের জন্য ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে আছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সেলোনা স্কোয়াড: টের স্টেগেন, আরাউজো, সার্জিও, মেসি, দেম্বেলে, রিকুই পুইগ, গ্রিজমান, পিহানিচ, ব্র্যাথওয়েট, নেতো, লংলে, ডি ইয়ং, উমিতিতি, পেদ্রি, ত্রিনকাও, জোর্দি আলবা, জুনিয়র, ইলাইক্স, মিনগুয়েজা, আরনাউ তেনাস।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর