ঠাকুরগাঁও পৌর নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪ জন। এদের মধ্যে ৩ জন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে স্বশরীরে উপস্তিত থেকে এসব মনোনয়ন প্রত্যাহার করেন প্রার্থীরা।

প্রত্যাহারকারীরা হলেন- জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বাবলুর রহমান বাবলু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুব মহিলা লীগের সভাপতি তহমিনা আখতার মোল্লা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

বর্তমানে মেয়র পদে ৩ জন প্রার্থী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের আন্জুমান আরা বন্যা, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এছাড়া, ঋণখেলাপী হওয়ায় কাউন্সিলর পদে ১ জনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এখন কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৪৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন।

উল্লেখ্য, আগামী ১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসের দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর