নৌকা-পুলিশ-বিদ্রোহী আ.লীগ সমর্থদের ত্রিমুখী সংঘর্ষ: পুলিশসহ আহত অর্ধশত

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের ওপর নৌকা সমর্থকদের হামলাকে কেন্দ্র করে পুলিশ-নৌকা সমর্থক ও সোহেলের সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা এ সংঘর্ষে পাথরঘাটা থানার ওসিসহ ৭ জন পুলিশ সদস্য এবং ৫ জন সাংবাদিকসহ দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন।

পুলিশ জানান, আজ (২৬ জানুয়ারি) বিকালে পৌর সদরের তালতলা এলাকায় নির্বাচনি প্রচারণায় বের হন আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় তার ওপর হামলা চালায় আ.লীগ সমর্থকরা। পরে গোলচত্বর এলাকায় আ.লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ শুরু করে পুলিশ।

ছবি- সংগৃহীত

এ সময় দু’পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনসহ সাত পুলিশ সদস্য ও ৫ জন সাংবাদিক আহত হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর