আদালত চত্বরে আসামী মাথা ঘুড়ে অসুস্থ, হাসপাতালে মৃত্যু

জয়পুরহাটে আদালতে হাজিরা দিতে এসে এজলাসের মধ্যে আব্দুর রশিদ (৩২) নামে এক আসামী মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে তার মৃত্যু ঘটে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-১ কোর্টে বিচারক জাকির হোসেনের এজলাসে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় ভাড়া বাসাতে থাকতেন। সে শহরের বিশ্বাসপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

আসামীর ভাই পলাশ হোসেন, বোন রেশমা ও পরিবারের সদস্যরা বার্তা বাজারকে বলেন, আব্দুর রশিদ একজন রিক্সাচালক। একটি মাদক মামলায় সে গত প্রায় ২মাস আগে জামিন পায়। গত কয়েকদিন আগে থেকে তার বুকে ব্যাথা হচ্ছিল। মঙ্গলবার কোর্টে হাজিরা দিতে এসে এজলাসে উঠে হঠাৎ করে সেখানে পড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি বার্তা বাজারকে জানান, একটি চোলায় মদের মামলায় হাজিরা দিতে এসে এ ঘটনা ঘটে।

মিলন রায়হান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর