আফ্রিদি-ইয়াসিরদের বোলিং তোপে অলআউট দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গেছে দক্ষিণ আফ্রিকা। আজ করাচিতে সিরিজের প্রথম টেস্ট মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। এত বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।

প্রথম দিনেই অলআউট হয়ে গেছে তারা। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শাহীন শাহ আফ্রিদির বলে ইমরানের বাটের হাতে তালুবন্দি হয়ে ১৩ রান করে ফিরেন এইডেন মার্করাম।

এরপর ১৭ রানে রান আউটের শিকার হয়ে ফিরেন রসি ভ্যান ডার ডুসেন। ব্যাট হাতে ব্যর্থ হন ফাফ ডু প্লেসিস। ব্যক্তিগত ২৩ রানে ইয়াসির শাহর ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন তিনি।

দুর্দান্ত খেলতে থাকা ওপেনার ডিন এলগারকে বিদায় করেন অভিষিক্ত নোমান আলি। ৫৮ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এমন পরিস্থিতিতে দলকে টেনে তোলার চেষ্টা করেন টেম্বা বাভুমা আর জর্জ লিন্ডে।

কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ১৭ রানে রান আউটের শিকার হয়ে ফিরেন বাভুমা। বাভুমার বিদায়ের পর মাঠে নামেন কেশব মহারাজ। তাকে রানের খাতা খুলতে দেননি ইয়াসির শাহ।

অন্যদিকে লিন্ডে হাসান আলির বলে ৩৫ রান করে সাঝঘরে ফিরেন। এরপর প্রোটিয়া শিবিরে ফের আঘাত হানেন ইয়াসির। রানের খাতা না খুলে সাঝঘরে ফিরেন এনরিক নরকিয়া।

প্রোটিয়াদের শেষ উইকেটটি তুলে নেন আফ্রিদি। ব্যক্তিগত ৮ রান করে আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন লুঙ্গি এনগিদি। এরই ফলে ২২০ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর