শীর্ষে মিরাজ, দুইয়ে সাকিব

জয় দিয়েই এ বছর শুরু করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার বোলাররা।

যার ফলে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় সেরা পাঁচের চারজনই বাংলাদেশি। তালিকায় শীর্ষে আছেন মেহেদী হাসান মিরাজ। এই সিরিজে সর্বোচ্চ ৭টি উইকেট শিকার করেছেন মিরাজ। ৬ উইকেট নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান।

তালিকায় তিনে আছেন মোস্তাফিজুর রহমান। তিনি তিন ম্যাচে সাকিবের সমান ৬ উইকেট শিকার করেছেন। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র বোলার হিসেবে সেরা পাঁচে আছেন আকিল হোসেন। ৩ ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে জার্সিতে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের। ২ ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন তিনি। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় পাঁচে আছেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর