সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, সেরা পাঁচে চার বাংলাদেশি

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এই সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন টাইগাররা।

সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচের চারজনই বাংলাদেশি। তিন ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ১৫৮ রান করেছেন তামিম, গড় ৫২.৬৭, ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪।

দ্বিতীয়তে আছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। তিনি তিন ম্যাচে ৩৮.৬৭ গড়ে ১১৬ রান করেছেন। তিন ম্যাচে ৫৬.৫০ গড়ে ১১৩ রান করে তিনে আছেন সাকিব আল হাসান, ব্যক্তিগত সর্বোচ্চ ৫১। তিনি একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

তিন ম্যাচে ৯২ গড়ে ৯২ রান করেছেন মুশফিকুর রহিম, ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪। তিনি চারে আছেন। তিন ম্যাচ খেললেও দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দুই ইনিংসে ৭৩ রান করে তালিকায় পাঁচে আছেন। শেষ ম্যাচের ৬৪ রানের অপরাজিত ইনিংসটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর