বাঁশখালীতে বাইক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তানভীর সিকদার (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ছাত্রলীগ নেতা তানভীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। সে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার আবু শামা শিকদারের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় তানভীর সিকদার নিজ বাড়ি থেকে জরুরি কাজে বের হয়ে গুণাগরী যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি একটি বিপরীত মুখী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষিত হয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধানি জমিতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তানভীরকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানার জন্য বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবিরকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাযের পর বাঁশখালী উপজেলা পরিষদের মাঠে প্রথম এবং এশার নামাযের পর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের সমদ আলী সিকদারের নতুন বাড়িতে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের।

এদিকে ছাত্রলীগ নেতা তানভীর সিকদারের মৃত্যুতে বাঁশখালীসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর