মারা গেলেন নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন নরুল হক

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

উইকিপিডিয়ার তথ্য মতে জানা যায়, তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডর পদে থেকে অবসরগ্রহণ করেন।

নুরুল হক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নৌবাহিনীকে দিক নির্দশনা দেন। তিনি দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশের সাবেক নৌমন্ত্রীও ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর