পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর আবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। রাত ২ টার পর থেকে ফেরি চলাচল একদম বন্ধ ছিল কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে নয় টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। সকালে মাঝ নদীতে আটকে পড়া ফেরি আবার গন্তব্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার (২৫ জানুয়ারি) রাত ১২টার পর থেকে ফেরি চলাচলে সমস্যা দেখা দিচ্ছিলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। রাত ২টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্রতর হলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর