নগরজুড়ে যাত্রী-চালকের বেশ ধরেই করতো ছিনতাই

মো. আকবর ও হারুন। তারা দুজনেই পেশাদার ছিনতাইকারী। সিএনজিতে করে চট্টগ্রামের অলিগলি তারা ঘুরে বেড়ায় যাত্রী-চালকের বেশ ধরে। টার্গেট দেখলেই সুযোগ বুঝে নেমে পড়ে ছিনতাই করতে আর সিএনজিতে করেই সটকে পড়ে সর্বস্ব লুটে। ঠিক একই কায়দায় আবু হানিফ নামে এক ফুড ডেলিভারিম্যানের টাকা ছিনতাই করে পালাতে গিয়ে ওরা ধরা পড়ে স্থানীয়দের হাতে।

সোমবার (২৫ জানুয়ারি) নগরের ডবলমুরিং থানা এলাকায় তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি ও ছিনতাই করা ৯ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আকবরের বিরুদ্ধে ২টি এবং হারুনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বার্তা বাজারকে বলেন, আকবর ও হারুন দুইজনেই পেশাদার ছিনতাইকারী। সিএনজিতে করে ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা তাদের পাকড়াও করে থানায় হস্তান্তর করে।

মো.রবিউল হোসেন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর