রাণীশংকৈলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে ধানের চারা রোপন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার নেকমরদ করনাইট দিঘীয়া গ্রামে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রবি মৌসুমের প্রণোদনা প্যাকেজ কার্যক্রম কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে হাইব্রিড বোরো ধানের চারা এ যন্ত্রের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির’র সভাপতিত্বে উদ্ভোধনী কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকারসহ উপকারভোগী কৃষক কৃষানীগণ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ প্রদর্শনীর মাধ্যমে ১৪ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে ১২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে ধান রোপন, সার-কীটনাশক থেকে ধান কাটা পর্যন্ত সার্বিক সহযোগিতা করা হবে।

উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ১৪জন উপকারভোগী কৃষকের মাঝে ৫০ একর জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রণোদনা প্যাকেজের কার্যক্রম শুরু করল। এ কার্যক্রমটি রংপুর বিভাগের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এই প্যাকেজটি রাণীশংকৈল উপজেলাতেই সর্বপ্রথম চালু করা হল। এতে উপজেলার কৃষকরা অনেক লাভবান হবেন।

সবুজ ইসলাম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর