ডিপিএলের ফাইনালে আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাব

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধোবাউড়া প্রিমিয়ার লিগ সিজন-২ এর কোয়ালিফাই ম্যাচের আলোর মিছিল ভেক্টোরিয়াস বনাম আন নাজাহ স্পোর্টিং ক্লাবের কোয়ালিফাই ম্যাচ ২ এর খেলাটি সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ১টায় ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুরু হয়।

শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাব। অলরাউন্ডার রাজন রেমার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯ বলে ৪ চারে এবং ৫ ছয়ে অপরাজিত ৬০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাব।

জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং লাইন আফের সামনে বিধস্ত আলোর মিছিল ভিক্টোরিয়াসের ওপেনিং ও টপঅর্ডার ব্যাটসম্যানরা।

দ্বিতীয় ইনিংসে শুরুতে আলোর মিছিল ভিক্টোরিয়াসের বিধস্ত ব্যাটিংয়ে ৩ ওভার ৪ বলে ৫ উইকেটের বিনিময়ে ৫ রান সংগ্রহ করে ব্যাটসম্যানরা। মিডলঅর্ডার ব্যাটসম্যানরা কিছু টা আশা দেখালেও শেষ পর্যন্ত ১৮.৩ বলে ৯৭ রানে আলোর মিছিল ভিক্টোরিয়াস থামিয়ে ৭০ রানের বিশাল জয় নিয়ে ফাইনালে আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাব।

উক্ত খেলায় ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্যে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হলেন রাজন রেমা। খেলা শেষে পিপলস ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে রাজন রেমার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন ডিপিএলের চেয়ারম্যান জালাল উদ্দীন সোহাগ, কো চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ইকবাল, আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাবের মালিক রইজ উদ্দিন, টিম ম্যানেজার মিজানুর রহমান মানিক। এছাড়া গত ২১ জানুয়ারী আলোর মিছিল ভিক্টোরিয়াস কে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছিল ইয়াং স্টার রনসিংহপুর।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর