কৃষকদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা: এমপি মেরী

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় নানা আয়োজনে ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।

ভার্চুয়াল বক্তব্যে সেলিমা আহমাদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষকলীগে কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার প্রধান গনতন্ত্রের জননী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আমার উপজেলার সম্মানিত কৃষক ভাইদের উন্নয়নে আমি কাজ করছি, কৃষক ভাইদের সমস্যা গুলো কি আমি জানতে চাই এবং তাদের সমস্যা গুলো সমাধানে আমি সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাবো।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা (উঃ) জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত।

অনুষ্টানের উদ্বোধক ছিলেন হোমনা উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মকবুল হোসেন মোল্লা, কুমিল্লা (উঃ) জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন হোমনা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো.মাহাবুবুর রহমান খন্দকার, ৩নং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, হোমনা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সাত্তার মাস্টার, হোমনা উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পৌর সভা কৃষকলীগের সভাপতি মো. মানুদ্দিন, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ন সাধারণ সস্পাদক অঞ্জন সাহ, হোমনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া সওদাগর, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মনির হোসেন সওদাগর, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামসহ আরো অনেকে।

৩ নং দুলালপুর ইউনিয়নের কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলন মাধ্যমে নব নির্বাচিত নতুন কমিটিতে মো. ইদ্রিসকে সভাপতি, মো.খান সওদাগরকে সাধারণ সস্পাদক ও মো. মামুনকে সাংগঠনিক সস্পাদক নির্বাচিত করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর