ল্যাম্পার্ডকে বরখাস্ত করলো চেলসি

এফএ কাপের চতুর্থ রাউন্ডে লুটন টাউনের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় চেলসি। দলের এমন জয়ে মনে হয়েছিল কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চাকরিটা বুঝি বেঁচে গেলো।

কিন্তু তা আর হয়নি। ল্যাম্পার্ডকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সোমবার ল্যাম্পার্ডকে বিদায়ের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো ক্লাব কর্তৃপক্ষ।

২০১৯ সালের জুলাইয়ে মাউরিজিও সারির পরিবর্তে স্টামফোর্ড ব্রিজে আসেন তিনি। ৩ বছরের চুক্তিতে ল্যাম্পার্ডকে কোচ নিয়োগ দিয়েছিল চেলসি।

কিন্তু চেলসির দ্বায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যেই চাকরি হারালেন ল্যাম্পার্ড। চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য পিএসজির বরখাস্ত কোচ থমাস টুখেল।

লিগের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে চেলসি। লিগের সর্বশেষ ৮ ম্যাচের ৫টিতেই হেরেছে তারা। যার ফলে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতার কারণে কপাল পুড়েছে ল্যাম্পার্ডের।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর