চাকুরী স্থায়ীকরণের দাবিতে পাবনায় নেসকো’র কর্মচারীদের মানববন্ধন

পিচরেট কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো)’র কর্মচারীরা।

আজ সকালে তারা কাজ থেকে বিরত থেকে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয় তারা। এ সময় বক্তারা বলেন, পাবনায় নেসকো অফিসে ১১০ জন কর্মচারী পিচরেটে কর্মরত রয়েছেন। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের প্রতিশ্রুতি অনুযায়ী এসকল কর্মচারীদের চাকুরী স্থায়ী করার দাবি জানান কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন, নেসকো;র ডিভিশন-১ এর সভাপতি আব্দুস সালাম, ডিভিশন-২ এর সভাপতি আনোয়ার হোসেন, ঈশ্বরদী অ লের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডিভিশন-১ও২ সিরাজগঞ্জের সভাপতি সাদেক আলীসহ অনেকে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর