সিরিজ হারলেও সুপার লিগের ১০ পয়েন্ট চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে এরই মধ্যে ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে ক্যারিবীয়রা।

সিরিজ হারলেও শেষ ম্যাচটি জিতে আইসিসি সুপার লিগের ১০ পয়েন্ট অর্জন করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে তিনে আছে বাংলাদেশ। অন্যদিকে কোনো পয়েন্ট নেই উইন্ডিজদের নামের পাশে।

তাই শেষ ওয়ানডে জিতে অন্তত ১০ পয়েন্ট অর্জন করতে চায় ক্যারিবীয়রা। এ প্রসঙ্গে দলের কোচ ফিল সিমন্স বলেন, আমরা ৩০ পয়েন্ট অর্জনের লক্ষ্যে এখানে এসেছিলাম। এখন ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, প্রথম দুই ম্যাচে আমাদের রান কম হয়েছে। ভালো কিছু করার জন্য অন্তত ২৩০-২৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে হবে। বোলারদেরকেও ভালো করতে হবে। তাহলেই ১০ পয়েন্ট পাওয়া সম্ভব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর