শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুইদল।

উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট।

শেষ ওয়ানডেতে অভিষেক হতে পারে শেখ মেহেদী হাসানের। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেও উইকেটের দেখা পাননি রুবেল হোসেন।

শেষ ওয়ানডেতে জায়গা হারাতে যাচ্ছেন তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পাবেন পেস অলরান্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোপুরি ফিট না থাকায় প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর