দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টেস্ট দলে ৬ নতুন মুখ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ৬ জন।

আগামী ২৬ জানুয়ারি করাচিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত টেস্টে দলকে নেতৃত্ব দিবেন বাবর আজম। তরুণ দল নিয়েই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন- হারিস রউফ, তাবিশ খান, নওমান আলী, সাজিদ খান সৌদ শাকিল ও ইমরান বাট। অন্যদিকে দলে জায়গা হয়নি শান মাসুদ, মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

প্রথম টেস্টের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আজহার আলী, ফাওয়াদ আলম, আবিদ আলী, ইমরান বাট, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, নওমান আলী, সাজিদ খান, হাসান আলী, ইয়াসির শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও তাবিশ খান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর