বিনা খরচে জাপান যাওয়ার জন্য সিরাজদিখানে দক্ষতা অর্জন বিষয়ক সেমিনার

স্বপ্নের দেশ জাপান, তা-ও আবার সরকারি ভাবে বিনা খরচে যাওয়া যাবে। বিনা খরচে জাপান যাওয়ার জন্য দক্ষতা অর্জন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জের সিরাজদিখানে। সরকারি ভাবে বিনা খরচে দক্ষ শ্রমিক জাপান যাওয়ার জন্য এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ রবিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মুন্সীগঞ্জ জেলা উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। সামাইরা গ্রুপের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

সামাইরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম পুলক এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাসেল চাকলাদার ও রাখি রয়। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানি প্রতিনিধি দলের শিক্ষক হারুয়ে জামান, সামিরা ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সাঈদ হোসাইন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সুমছুল হক, জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি শামিম সিকদার, লতব্দী ইউনয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ফজলুল হক, জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, সাধারণ সম্পাদক কাঞ্চন গোড়াপী, ইছাপুরা ইউনয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর