লাদাখ সীমান্ত: চীন-ভারতের বৈঠক আজ

দীর্ঘ ৮ মাস পাড় হয়ে গেলেও লাদাখ সীমন্তে অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখনও। দুই দেশের সীমান্তে সেনারা এখনও একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে।

রোববার (২৪ জানুয়ারি) লাদাখ সমস্যা নিয়ে নবম দফার বৈঠকে বসছে ভারত-চীন। এ বৈঠক অনুষ্ঠিত হবে চুসুল সেক্টরের মলডোতে। বৈঠকটিতে আলোচনায় বসবে দুই দেশের উচ্চ পর্যায়ের সেনারা।

এখনও লাদাখ সীমান্তে দেশের ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। দুই দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়করণ নিশ্চিত করার লক্ষ্যেই আজ আলোচনা করবে। সেখানে সেনাপর্যায়ের অফিসার ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরাও।

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার চলমান সমস্যা নিয়ে বৈঠক হলেও এ সমস্যার কোন সুরাহা হয়নি। এ সমস্যা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনা চলাকালে গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এ সংঘর্ষে চীনের ক্ষতি হয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় সরকার কিন্তু সে ব্যাপারে কোনো তথ্য বা প্রমাণ দেয়নি দেশটির সরকার শি জিনপিং। ফের আগস্টের শেষে আবার উত্তপ্ত হয়ে ওঠে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর