আফ্রিকায় করোনায় মারা গেলেন এক বাংলাদেশি, আতংকে প্রবাসীরা

করোনা আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমালেন বাঁশখালীর আরো এক প্রবাসী। রবিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় মোজাম্বিকের স্থানীয় সময় রাত ১২টায় নিজ কর্মস্থলের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আবদুল মালেক মানিক নামের ওই প্রবাসী। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

করোনায় মারা যাওয়া আব্দুল মালেক মানিকের বাড়ি বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে।

জানা যায়, পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক মানিকা প্রভিন্সয়া সিমুইতে থাকেন আব্দুল মালেক প্রকাশ মানিক। কিছুদিন আগে আব্দুল মালেক ম্যালেরিয়ায় আক্রান্ত হন। পরে চিকিৎসা নিয়ে পুরাপুরি সুস্থ্য হওয়ার ৩-৪ দিন পর সর্দিজ্বর ও কাশি অনুভব করে আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় মৃত্যুবরণ করে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ৬ জন বাঁশখালীয়ান করোনায় মৃত্যু বরণ করলেন।

মোজাম্বিক প্রবাসী খোরশেদুল আলম মুঠোফোনে বার্তা বাজারকে বলেন, মোজাম্বিকে এক সপ্তাহের মধ্যে করোনায় ৬জন বাংলাদেশি মারা গেছে। তাদের ৬ জনেরই দেশের বাড়ি বাঁশখালীতে। মোজাম্বিকে করোনায় আক্রান্তের হার এবং মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। যার কারণে মোজাম্বিক প্রবাসীরা আতংকের মধ্যে জীবনযাপন করছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর