অবশেষে গ্রেফতার এশিয়ার মাদক সম্রাট

বিশ্বব্যাপী সবচেয়ে বড় মাদক ব্যবসায় অভিযুক্ত প্রধান সে চি লোপকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডস পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) খবরটি নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

তিনি দীর্ঘদিন ধরে ‘ড্রাগ লর্ড’ বা মাদকের রাজা হিসেবে পরিচিত। জানা যায়. সে চি লোপ চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল।

তার সারা এশিয়াজুড়ে রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের কারবার। বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন সে চি লোপ। তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন । অবশেষে তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়।

সে চি লোপকে বিচারের সম্মূখীন করতে অস্ট্রেলিয়া এখন প্রত্যার্পণের চেষ্টা করবে নেদারল্যান্ডস পুলিশ। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, সে চি লোপের কোম্পানি দায়ী দেশটিতে ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য।

৫৬ বছর বয়সী সে চি লোপকে অনেকদিন ধরে ট্র্যাকিং করে আসছিল এএফপি। গ্রেফতার হওয়ার আগে দশ বছরেরও বেশি সময় ধরে তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর