ফটিকছড়ি সাহিত্য পরিষদের “সাহিত্য আড্ডা”

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সাহিত্যপ্রেমীদের সংগঠন ফটিকছড়ি সাহিত্য পরিষদ (ফসাপ) এর উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার পাইন্দংস্থ আমতল একেএম সরওয়ার হোসেন স্বপন চেয়ারম্যানের বাংলোতে এই সাহিত্য আড্ডা অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ছড়াকার সাজেদুল করিম ভূঁইয়া এর সভাপতিত্বে উক্ত সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন। আমন্ত্রিত অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী।

ফটিকছড়ি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জিকুর সঞ্চালনায় আড্ডায় প্রধান আলোচক ছিলেন মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক ও প্রকাশক আহমদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনোয়ারুল করিম, অধ্যাপক এন এম রহমতুল্লাহ, শব্দমালার সম্পাদক কাজি মুক্তার, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার আব্দুর সাত্তার, নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক নয়াদিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি সৈয়াদ মুহাম্মদ মাসুদ, দৈনিক পুর্বদেশের ফটিকছড়ি প্রতিনিধি এমরান ফরহাদ।

অন্যান্যদের উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ফটিকছড়ি প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন, মুস্তফা আমিন মানিক, দৈনিক অধিকারের ফটিকছড়ি প্রতিনিধি সিরাত মন্জু, দৈনিক জবাবদিহি প্রতিনিধি ইউসুফ আরফাত, সাংবাদিক ওমর ফারুক আজাদ, ইরফান উদ্দিন, মঈন উদ্দিন, মুহাম্মদ বেলাল প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর