উলিপুর পৌর নির্বাচন: প্রশাসনের সাথে প্রার্থীদের মতবিনিময়

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সাধারণ নির্বাচন ২০২০ উপলক্ষে প্রশাসনের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।

জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন আওয়ামী লীগ মনোনীত উলিপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. মামুন সরকার (প্রতীক নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হায়দার আলী মিঞা (প্রতীক ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মো. আতাউর রহমান (প্রতীক হাত পাখা) প্রতিনিধি ফখরুল হাসান।

সভায় সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন রশিদা বেগম (লতা), মর্জিনা বেগম, আয়নাল হক ভান্ডারি, আহসান হাবিব, মফিজল সরদার, আইয়ুব আলী, নজরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আহসান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মাহমুদ হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উলিপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী, প্রার্থীর প্রতিনিধি, প্রার্থীর নির্বাচনী এজেন্ট, প্রার্থী কর্তৃক মনোনীত ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ব্যলট পেপারে ভোটদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উলিপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর