বিয়ের দাবীতে স্কুল ছাত্রীর অনুশন, পরে আত্মহত্যার চেষ্টা

প্রেমের সম্পর্ক ধরে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এসে অনুশন করার পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রায় ৭ ঘণ্টা পর বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছে মেহেরপুরের শাপলা খাতুন নামের এক স্কুল ছাত্রী।

শাপলা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের জামাল হোসেন এর মেয়ে। সে আশরাফপুর গ্রামে তার নানা মো: জামানের বাড়ি থেকে লেখাপড়া করছিল।

শাপলা বার্তা বাজারকে জানায়, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রানার সঙ্গে তার প্রায় এক বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে রানা।

এদিকে রানা শাপলাকে বিয়ে করার জন্য তার বাড়িতে আসতে বলে, শাপলা শনিবার দুপুরের দিকে রানাদের বাড়িতে উপস্থিত হয়।
এসময় রানা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে শাপলা রানার বাড়িতে অনশন শুরু করে এবং সন্ধ্যার দিকে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

শাপলাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শাপলা চিকিৎসাধীন রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর