সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাত, আটক ৩

সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় ঠাকুরগাঁওয়ে তিনজন আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে হরিপুর উপজেলার রুহিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার নাহিদ হোসেন, মিজানুর রহমানও মাইনুল ইসলাম হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হককে ৮ লাখ টাকা চুক্তিতে সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে ইতোমধ্যে ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে মামুনের বাবা প্রতারণার ফাঁদে পরেছে এমনটা বুঝতে পেরে যায়। আজ আবারও প্রতারকরা বাকি টাকা নেয়ার জন্য তার বাসায় হাজির হয়। সেইসাথে চাকুরির একটি ভুয়া কাগজ ধারিয়ে দেয়। মামুনের বাবা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের ডেকে কাগজ যাচাই করলে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়।

পরে তাদের আটক করে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি এসএম আওরাঙ্গজেব বার্তা বাজারকে জানান, তিনজনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর