নন্দীগ্রামে নতুন ঘর পেল ১৫৬ পরিবার

বগুড়ার নন্দীগ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৫৬টি গৃহহীন পরিবার পেল নতুন ঘর। শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘরসহ জমি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার উপজেলার ১৫৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, দুই কক্ষবিশিষ্ট প্রতিটি সেমি পাকা বাসগৃহ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এতে দুটি রুম ছাড়াও সামনে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর এবং একটি খোলা জায়গা থাকবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর